×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৫-১২, সময় - ০৯:৩৯:০৯

বাংলাদেশের নারী ফুটবলারা ভুটানের লিগে আলো ছড়াচ্ছেন। যেখানে কৃষ্ণা রানী সরকারের জোড়া গোলে এবার ট্রান্সপোর্ট ইউনাইটেড বড় জয় পেল। ম্যাচে দারুণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

সোমবার (১২ মে) চ্যাংলিমিথাং স্টেডিয়ামে উজিয়েন একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই ম্যাচে ফরোয়ার্ড কৃষ্ণা দ্বিতীয়ার্ধে দুই গোল করেন।

ম্যাচের ৫৫তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শটে গোলের খাতা খুলেন কৃষ্ণা। এরপর ৭৮তম মিনিটে সুনিতার শট গোলরক্ষক আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন দুটি উইমেন’স সাফ জয়ী এই ফরোয়ার্ড।

এদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে এ ম্যাচে শুরুর একাদশে খেলেছেন বাংলাদেশের আরও দুজন, ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা। যেখানে রুপনা মাঠ ছেড়েছেন ক্লিনশিট নিয়ে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...