×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২৫-০৮-১৯, সময় - ০৯:০৮:৪০যুদ্ধ শুরুর পর থেকে সামরিক পোশাককে নিজের রাজনৈতিক প্রতীক বানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ঘোষণা দিয়েছিলেন—যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আর স্যুট পরবেন না। তবে অবশেষে সেই প্রতিজ্ঞা ভাঙলেন তিনি। আর প্রতিজ্ঞা ভঙ্গের কারণ আর কেউ নয়, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৮ আগস্ট) স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে গিয়ে কালো স্যুট পরে হাজির হন জেলেনস্কি। যদিও ফরমাল পোশাকের মধ্যেও তিনি সামরিক ছোঁয়া রেখেছেন। কালো স্যুট পরলেও পরেননি টাই।
এর আগে হোয়াইট হাউসে গিয়ে পোশাকের কারণে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন জেলেনস্কি। সামরিক পোশাক পরে বৈঠকে যোগ দেওয়ায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে ‘অকৃতজ্ঞ’ ও ‘অসম্মানজনক’ বলে আখ্যা দিয়েছিলেন। সেই বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে এবং কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করে। মূলত সেই অভিজ্ঞতাই জেলেনস্কিকে পোশাক পরিবর্তনের দিকে ধাবিত করেছে।
নতুন রূপে হাজির হওয়া জেলেনস্কিকে এবার প্রশংসা করেছেন ট্রাম্পপন্থি সাংবাদিক ব্রায়ান গ্লেন। আগে সামরিক পোশাক নিয়ে কটাক্ষ করলেও এবার তিনি বলেন, ‘স্যুটে আপনাকে অসাধারণ দেখাচ্ছে।’ জবাবে জেলেনস্কির রসিকতা—‘আমি বদলেছি, কিন্তু আপনি একই স্যুটে আছেন।’ ট্রাম্পও এই পরিবর্তনের প্রশংসা করেছেন।
