বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে, ভৌতিক গল্পে সিনেমা নির্মাণ করতে
যাচ্ছেন রায়হান রাফী, যেটির নাম ‘আন্ধার’। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও
সূত্রের বরাতে দেশের একাধিক গণমাধ্যমের খবর, আফরান নিশো না করায় সিনেমাটির
নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ।
তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘আন্ধার’
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ নয়, চঞ্চল চৌধুরী অভিনয় করছেন। আর
গল্পে তার নায়িকা হচ্ছেন নাজিফা তুষি।
এতে সিয়াম আহমেদকে দেখা যাবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে।
সূত্র এও জানিয়েছে, সিনেমাটির গল্প চঞ্চল চৌধুরীকে ঘিরে, তার সঙ্গী
হিসেবে দেখা যাবে তুষিকে। অন্যদিকে নাজিফা তুষির সঙ্গে মাত্র চারটি দৃশ্যে
দেখা যাবে সিয়ামকে।
জানা গেছে, এখন চলছে ‘আন্ধার’ সিনেমার প্রি-প্রডাকশনের কাজ।
আগামী সেপ্টেম্বর মাসেই শুরু হচ্ছে দৃশ্যধারণ। দুই ঈদের বাইরে মুক্তি পাবে সিনেমাটি।
‘আন্ধার’-এর গল্প যৌথভাবে লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন ওরফে বেজবাবা সুমন, শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।
এ জাতীয় আরো খবর..