×
নিউজ ডেস্ক
প্রকাশিত : তারিখ - ২০২২-০৪-২২, সময় - ০৮:০৩:৫৮ক্ষমতার পরিবর্তন সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ কথা বলেছেন বলে রিপোর্ট করেছে রেডিও পাকিস্তান। তিনি নিশ্চয়তা দিয়েছেন যে, রাজনৈতিক পটপরিবর্তন হওয়া সত্ত্বেও পাকিস্তান ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের ওপর তা কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, চীন আশা করে পাকিস্তানের সব শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এর একদিন আগে নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেয়া প্রথম বক্তব্যে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে দীর্ঘস্থায়ী বলে মন্তব্য করেন। তিনি চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্প নিয়ে তার অবস্থান ব্যক্ত করেন। বলেন, তার প্রধানমন্ত্রিত্বের সময়ে এই প্রকল্প আরও দ্রুত গতিতে এগিয়ে চলবে।।
