করোনার মধ্যেই ১ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২১১
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও থেমে নেই সড়ক দুর্ঘটনা। সরকার ঘোষিত সাধারণ ছুটি বা লকডাউনের একমাসে দেশের বিভিন্ন স্থানে ২১১টি সড়ক দুর্ঘটনায় ২১১ জন নিহত এবং ২২৭ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদন মতে, একই সময় নৌ-পথে দুর্ঘটনায় ৮ জন নিহত এবং দুজন করে আহত এবং নিখোঁজ হয়েছেন।
রোববার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে তারা এ প্রতিবেদন প্রকাশ করেছেন।
তাদের এ পরিসংখ্যানে দেখা যায়, দেশে সর্বোচ্চ ৯৭টি দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান, ৬৩টি মোটরসাইকেলে, ২৯টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ২৮টি নসিমন ও করিমন, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ১৭টি প্রাইভেট কার ও একটি বাস দুর্ঘটনা ছিল।
এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ২৩ এপ্রিল। ওই দিনে ১৩টি সড়ক দুর্ঘটনায় মোট ১৪জন নিহত হন। অন্যদিকে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ৯ এপ্রিল। এ দিন একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন। খবর ইউএনবির
এদিকে রোববার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে।