৮১ শতাংশ কার্যকর ভারত বায়োটেকের টিকা

ভারত বায়োটেকের করোনাভাইরাস ভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকর বলে প্রমাণ পাওয়া গেছে। কোভ্যাক্সিন নামের এই ভ্যাকসিনটির দ্রুত অনুমোদন পাওয়া নিয়ে প্রথম দিকে বিতর্কের সৃষ্টি হয়েছিল। বুধবার এর ক্লিনিক্যাল ট্রায়াল থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে নতুন এক গবেষণার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, মানুষের দেহে করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে এই ভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকর। ভারত বায়োটেক দাবি করেছে, ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার পরেই এই কার্যকরিতা অর্জন করা সম্ভব হয়েছে।

এ নিয়ে দেয়া এক বিবৃতিতে ভারত বায়োটেকের চেয়ার কৃষ্ণা এলা বলেন, ভ্যাকসিন আবিষ্কার, বিজ্ঞান ও করোনার বিরুদ্ধে মানবজাতির লড়াইয়ে আজ একটি গুরুত্বপূর্ন দিন। কোভ্যাক্সিনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা শেষে এখন আমাদের হাতে ২৭ হাজার মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের তথ্য রয়েছে। এতে প্রমাণিত হয়েছে, কোভ্যাক্সিন কোভিড-১৯ প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং নতুন করে ছড়িয়ে পরা ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধেও এটি দারুণভাবে কাজ করে।

দ্যা হিল জানিয়েছে, এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হয়েছে ২৫ হাজার ৮০০ জনের ওপর। পরীক্ষায় অংশ নেয়া সেচ্ছাসেবীদের বয়স ছিল ১৮ থেকে ৯৮ বছর পর্যন্ত।

এরমধ্যে ৬০ বছরের বেশি বয়স্ক রয়েছে ২ হাজার ৪৩৩ জন। ভারতের ভ্যাকসিন কার্যক্রমকে আরো শক্তিশালী করবে এই ভ্যাকসিন এমনটাই আশা করা হচ্ছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে ভারতে। প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫৭ হাজার মানুষ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.