৭০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

যশোরের অভয়নগরে ৭০০ টন কয়লাবোঝাই ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ নামের একটি কার্গো জাহাজ ভৈরব নদে ডুবে গেছে। শনিবার সকালে উপজেলার রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজ ঘাটে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষতির দাবি করেছে আমদানীকারক প্রতিষ্ঠা সাহারা গ্রুপ।

জানা গেছে, অস্ট্রেলিয়া থেকে আমদানী করা সাহারা গ্রুপের কয়লা গত মঙ্গলবার মোংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে ‘এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২’ জাহাজে লোড দেওয়া হয়। ৭৬৫ টন কয়লা নিয়ে ওই দিন অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরের উদ্দেশে যাত্রা করে। গত বুধবার রাতে কয়লাবোঝাই জাহাজটি নওয়াপাড়ার রাজঘাট এলাকায় সাহারা গ্রুপের নিজ ঘাটে নোঙর করে। শনিবার সকাল আনুমানিক ৮টার সময় জাহাজ থেকে কয়লা আনলোডের কাজ শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর জাহাজের তলদেশ দিয়ে হ্যাজে পানি ঢুকতে শুরু করে। এর পর মাত্র দেড় ঘণ্টার মধ্যে জাহাজটি ভৈরব নদে ডুবে যায়।

এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর লস্কর মাহফুজ রহমান জানান, শনিবার সকাল থেকে কয়লা আনলোড করার সময় হ্যাজের ভিতর পানি ঢুকতে শুরু করে। হ্যাজে ত্রুটির কারণে মাত্র দেড় ঘণ্টার মধ্যে প্রায় ৭০০ টন কয়লাসহ জাহাজ ডুবে যায়। এ সময় জাহাজে থাকা সকল স্টাফ নিরাপদে ঘাটে পৌঁছে যায়।

এ ব্যাপারে সাহারা গ্রুপের নওয়াপাড়া অফিস ম্যানেজার রেদোয়ান জানান, ডুবে যাওয়া জাহাজে ৭৬৫ টন কয়লা ছিল। ডুবে যাওয়া পর্যন্ত ৫০ থেকে ৬০ টন কয়লা উদ্ধার করা সম্ভব হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.