১০ দিনের বেশি কাজ করলে অতিরিক্ত বেতন পাবেন না ব্যাংকাররা

চলমান সাধারণ ছুটির সময় যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী স্বশরীরে অফিস করছেন তারা ১০ দিনের বেশি স্বশরীরে ব্যাংকে উপস্থিত থাকলেও অতিরিক্ত বেতন পাবেন না। প্রণোদনা ভাতা হিসেবে এক মাসের মূল বেতনই পাবেন। তবে ব্যাংকের প্রয়োজনে ১০ দিনের বেশি উপস্থিত থাকার প্রয়োজন হলে নিজস্ব নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় পরিশোধ করতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সাধারণ ছুটির সময় যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী স্বশরীরে অফিস করছেন তাদের জন্য গত ১৩ এপ্রিল বিশেষ প্রণোদনা ভাতা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। ঘোষণা অনুযায়ী এ সময়ে ১০ দিন স্বশরীরে অফিসে গেলেই ব্যাংক কর্মীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা পাবেন। এ বিশেষ ভাতার পরিমাণ মাসিক সর্বনিম্ন ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ টাকা হবে। তবে ১০ দিনের বেশি অফিস করলে অতিরিক্ত বেতন পাবেন কিনা সেটি সার্কুলারে স্পষ্ট করা ছিল না।

মঙ্গলবারের সার্কুলারে বলা হয়, ছুটিকালীন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ ১০ দিন স্বশরীরে ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসেবে গণ্য হবে। ১০ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে ভাতা প্রাপ্য হবেন। তবে ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও অতিরিক্ত ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই। তবে অতিরিক্ত দিনগুলোতে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় পরিশোধ করতে হবে ব্যাংকগুলোকে।

খোঁজ নিয়ে জানা যায় , প্রণোদনা চালুর পর সব ব্যাংকের শাখাগুলোয় কর্মকর্তাদের ব্যাপকহারে আগমন বাড়ে। বিশেষ করে ডিজিএম, এজিএম লেভেলের প্রায় সবাই অফিস করা শুরু করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.