সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস- প্রেসিডেন্ট হার্টউইগ শ্যাফার উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সোমবার আগারগাঁও এ অবস্থিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, পুঁজিবাজারের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে অবহিত করেন যার মধ্যে রয়েছে বিদ্যুৎ উৎপাদন খাতে অভূতপূর্ব প্রবৃদ্ধি, সনাতনী কৃষি খাতকে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে পরিণত করা, বিদেশী উন্নয়নের জন্য শতাধিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন, প্রত্যক্ষ বিনিয়োগের পাশাপাশি স্থানীয় বিনিয়োগ এবং অপরিকল্পিত উন্নয়ন থেকে আবাদি জমি বাঁচানো, চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজন মেটানোর জন্য দক্ষ মানবসম্পদকে প্রশিক্ষণ ও বিকাশের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা, সারা দেশে ডিজিটাল সংযোগ বিস্তৃত করার জন্য দেশব্যাপী আইটি অবকাঠামো নির্মাণ, বেসরকারী খাতে বিনিয়োগ বাড়াতে একটি সক্ষম পরিবেশ তৈরির জন্য নতুন নতুন আইন প্রণয়ন এবং সংশোধন। উপদেষ্টা কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এবং করোনা ভাইরাস শনাক্তকরণ ও মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে গণ টিকাদানে সরকারের অসাধারণ সাফল্যের কথাও উল্লেখ করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.