শিশু হাসপাতাল ধ্বংস করেছে রাশিয়া, ধ্বংসস্তূপের নীচে শিশু রয়েছে: ইউক্রেন

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার হামলায় দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর মারিউপলের একটি শিশু হাসপাতাল এবং মাতৃ সেবা কেন্দ্র আঘাতপ্রাপ্ত হয়েছে।

বুধবার সিটি কাউন্সিলের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলা হয়েছে ওই হাসপাতালটি “প্রচুর” ক্ষতির সম্মুখীন হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট করেছেন যে ধ্বংসস্তূপের নীচে মানুষ, শিশু রয়েছে। তিনি এমন হামলাকে “নৃশংসতা” বলে উল্লেখ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো বলেছেন, কর্তৃপক্ষ কতজন নিহত বা আহত হয়েছে তা নির্ধারণ করার চেষ্টা করছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.