রোমানিয়াতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূূত দাউদ আলী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) মো. দাউদ আলীকে রোমানিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সেগুনবাগিচার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের ওই সিদ্ধান্তের কথা জানানো হয়।

রাষ্ট্রদূত মনোনীত হওয়া মিস্টার আলী একজন পেশাদার কূটনীতিক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি তার বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে বাংলাদেশ মিশন টোকিও, প্রিটোরিয়া এবং লন্ডনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সদর দপ্তরে তিনি বিভিন্ন পদে সফলতার সঙ্গে কাজ করেছেন। দাউদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ম্যাথম্যাটিকস-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত এবং দু’সন্তানের জনক।।

You might also like

Leave A Reply

Your email address will not be published.