রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললো চীন

ইউক্রেনে রাশিয়ার অভিযানের সপ্তম দিন চলছে। এরইমধ্যে এই ইস্যুতে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও পূর্ব ইউরোপের বহু দেশই। তবে যুক্তরাষ্ট্র কিংবা পূর্ব ইউরোপের দেখানো পথে হাঁটবে না বলে জানিয়ে দিয়েছে চীন।

বুধবার চীনের সরকারি ব্যাংকিং ও বিমা পরিষেবা কমিশন জানিয়েছে, রাশিয়ার ওপর কোনো ধরনের আর্থিক নিষেধাজ্ঞা দেবে না বেইজিং। বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি ব্যাংকিং ও বিমা পরিষেবা কমিশনের চেয়ারম্যান গুয়ো সুকিং বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, আমরা কোনো রকম নিষেধাজ্ঞা চাপাচ্ছি না। একেবারেই স্বাভাবিক অর্থনৈতিক, বাণিজ্যিক লেনদেনই চলবে।

তিনি আরও বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা একতরফা। এর কোনো আইনি ভিত্তি নেই।

প্রসঙ্গত, রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.