রাশিয়ায় গাড়ি বিক্রি বন্ধ করলো জাগুয়ার ল্যান্ড রোভার

জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) বলেছে, তারা “বাণিজ্যিক চ্যালেঞ্জের” কারণে রাশিয়ায় নিজেদের গাড়ি সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।

জেএলআর এর কভেন্ট্রিতে সদর দপ্তর এবং ক্যাসেল ব্রোমউইচ এবং সোলিহুলে প্ল্যান্ট রয়েছে। গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটি গত বছর রাশিয়ায় ৬,৯০০ গাড়ি বিক্রি করেছিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে- ধারণা করা হচ্ছে যে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার কারণে জেএলআর-এর পক্ষে রাশিয়ার বাজারে গাড়ি বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। কোম্পানিটি অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, রাশিয়া বা ইউক্রেনে জেএলআর এর কোনো উৎপাদন কেন্দ্র নেই।

সাম্প্রতিক সময়ে গাড়ি নির্মাতা এবং ‘এনার্জি জায়ান্ট’ সহ বৈশ্বিক কর্পোরেশনগুলো রাশিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে।

জেএলআর এর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমাদের সমস্ত কর্মী ও তাদের পরিবারের পাশাপাশি আমাদের বর্ধিত নেটওয়ার্কের সকলের ভালো থাকাটাই আমাদের কাছে অগ্রাধিকার পায়।

ওদিকে, সুইডিশ ভিত্তিক ভলভো-ও বলেছে যে এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাশিয়ায় গাড়ি সরবরাহ বন্ধ রাখবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.