ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকটে পড়বে না: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকটে পড়বে না বলে আমি মনে করছি। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এটা আমরা যথাসময়ে করব। কৌশলগত কারণে এটা বলতে চাইছি না।

সম্প্রতি তেজগাঁওয়ে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীল মারা গেছেন। মাঝে মধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের সদস্যরা জড়িত থাকলেও ব্যবস্থা হচ্ছে।

তাকেও আমরা ছাড় দিই না। কোনো ঘটনা সংগঠিত হলে আমরা তদন্ত কমিটি করে ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে। যেকোনো ঘটনা যখনই সংঘটিত হচ্ছে, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

এর আগেও নিয়েছি এখনও নিচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.