ব্রাজিলে ১৫ হাজারের বেশি মৃত্যু

ব্রাজিলে সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে করোনায় ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। খবর সিএনএন-এর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৩৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৯১৯ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫১১ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৬২ জন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.