বাজেট সহায়তার ৫০ কোটি ডলার জুনে পাচ্ছে ঢাকা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের মধ্যে বাজেট সহায়তার ৫০ কোটি ডলার হাতে পাবে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এ অর্থ আসতে পারে। অর্থ মন্ত্রণালয় ও অন্য দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের বাজেট সহায়তা হিসাবে ৫০ কোটি ডলারের ঋণ প্রস্তাব ২৭ এপ্রিল বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদনের জন্য উঠছে।

অনুমোদন হলে বাজেট সাপোর্ট নিয়ে সরকারের সঙ্গে ঋণচুক্তি করবে বিশ্বব্যাংক। আগামী ১ মে বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইদিন ঋণচুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। এরই মধ্যে ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের (ডিপিসি) আওতায় ৫০ কোটি ডলার বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.