ফের সোনাগাজী পৌরসভার মেয়র নির্বাচিত হলেন খোকন

ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াত মেয়রসহ অপর বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন পেয়েছেন পাঁচ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ হিজবুল্লাহ পেয়েছেন ৩৬৯ ভোট ও মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আবু নাছের পেয়েছেন ১০৭৫ ভোট ও জগ প্রতীকে শেখ সেলিম পেয়েছেন ৭৯ ভোট।

নির্বাচনে কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে মো. মোস্তফা, ২ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে হেদায়েত উল্যাহ, ৩ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে ইমাম উদ্দিন ভূঞা, ৪ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে বেলায়েত হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে নাছির উদ্দিন রিপন, ৬ নম্বর ওয়ার্ডে উটপাখি প্রতীকে আইয়ুব আলী খান, ৭ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে জামাল উদ্দিন নয়ন, ৮ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে শেখ কলিম উল্লাহ রয়েল ও ৯ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবী প্রতীকে নাজিম উদ্দিন জয়লাভ করেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকে মনিহার বেগম, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে টেলিফোন প্রতীকে শাহানা আক্তার নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াত বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। পৌরসভার ৯ কেন্দ্রে ১৫ হাজার ৯৮৫ ভোটারের মধ্যে ছয় হাজার ৮৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.