পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে কেএনএফ: পররাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন কেএনএফ পার্শ্ববর্তী একটি দেশের সন্ত্রাসীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ব্যাংক লুট, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। পাশ্ববর্তী দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল, তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে।

তিনি বলেন, দেখুন, তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

এ সময় বিএনপির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নাই। প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের ডাকে দেশের কেউ সাড়া দেয়নি। এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।

বাজার পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মজুদদার বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক। ঈদ সামনে রেখেও সবসময় অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হয়। সেটিকেও কঠোরহস্তে দমন করতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, এক্ষেত্রে গণমাধ্যমেরও বিরাট ভূমিকা রয়েছে। আমি গণমাধ্যমকে অনুরোধ জানাব, রমজানের সময় যে বাজার মোটামুটিভাবে স্থিতিশীল আছে এবং কিছু কিছু পণ্যের দামও যে কমেছে, সেটিও প্রচার করা দরকার। কোনো পণ্যের দাম বাড়লে গণমাধ্যমে সেটি যেমন প্রচারিত হয়, কোনো পণ্যের দাম কমলে সেটিও প্রচার করা দরকার।

সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক এমভি আবদুল্লাহ’র নাবিকদের ঈদের আগে কাছে পেতে স্বজনরা আকুল আবেদন জানিয়েছেন। নাবিক ও জাহাজের মুক্তির বিষয়ে আলোচনা কতটুকু এগিয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টা আছে, সর্বমুখী প্রচেষ্টা হচ্ছে। যারা হাইজ্যাক করেছে তাদের সাথে আলাপ-আলোচনা চলছে এবং নাবিকরা ভালো আছে। তাদের খাবার-দাবারেরও কোন অসুবিধা নেই, তারা কেবিনে আছে। যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদের মুক্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, সেই জাহাজের আশেপাশে বিদেশি জাহাজও প্রস্তুত আছে। আলোচনার পাশাপাশি হাইজ্যাকারদের ওপর নানামুখি চাপও রয়েছে। আমরা আশা করছি সহসা জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব। দিনক্ষণ বলা সম্ভবপর নয়। তবে, এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। জাহাজে যারা চাকরি করে ঈদের আগে-পরে হিসেব করে তাদের কোনো ছুটি হয় না। তারা যায় ছয়মাস কিংবা একবছরের জন্য। এই জাহাজ যদি হাইজ্যাক নাও হতো তারা ঈদের আগে জাহাজ ছেড়ে পরিবারের সাথে মিলিত হবার কথা ছিল না।

বিষয় : পররাষ্ট্রমন্ত্রী কেএনএফ হাছান মাহমুদ

আরও পড়ুন
‘অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে, মোকাবিলায় বাড়ছে না বরাদ্দ’
‘অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে, মোকাবিলায় বাড়ছে না বরাদ্দ’
৯-১৪ এপ্রিল বন্ধ থাকবে সংবাদপত্র
৯-১৪ এপ্রিল বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদ আনন্দ ম্লান করতে পারে তাপদাহ
ঈদ আনন্দ ম্লান করতে পারে তাপদাহ
স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার: মন্ত্রী
স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার: মন্ত্রী

সর্বশেষ
কেএনএফ পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
কেএনএফ পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
পা বিচ্ছিন্ন রিয়াদ মারা গেছেন, হাত বিচ্ছিন্ন ছোটন সংকটাপন্ন
পা বিচ্ছিন্ন রিয়াদ মারা গেছেন, হাত বিচ্ছিন্ন ছোটন সংকটাপন্ন
ইকুয়েডরের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মেক্সিকো
ইকুয়েডরের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল মেক্সিকো
‘অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে, মোকাবিলায় বাড়ছে না বরাদ্দ’
‘অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে, মোকাবিলায় বাড়ছে না বরাদ্দ’
এবার ইরানের হামলার ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র
এবার ইরানের হামলার ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র
গরমে শিশুদের কোন শরবত খাওয়াবেন?
গরমে শিশুদের কোন শরবত খাওয়াবেন?
পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন কারস্টেন ও গিলেস্পি
পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন কারস্টেন ও গিলেস্পি
৯-১৪ এপ্রিল বন্ধ থাকবে সংবাদপত্র
৯-১৪ এপ্রিল বন্ধ থাকবে সংবাদপত্র
আরও পড়ুন
×

অনুসন্ধানের জন্য ভ্রমণ করুন সমকাল-এ
বিশেষ আয়োজনকালের খেয়াফেসবুক লাইভবিজ্ঞাপন মূল্য তালিকাইউনিকোড কনভার্টারফিচারআর্কাইভছবিভিডিওই-পেপার
PRIVACY POLICY

TERMS OF USE

SAMAKAL ALL RIGHTS RESERVED

সম্পাদক : আলমগীর হোসেন
প্রকাশক : আবুল কালাম আজাদ
ফোন : ৫৫০২৯৮৩২-৩৮

বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮

ই-মেইল: samakalad@gmail.com, marketingonline@samakal.com

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা), ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা – ১২০৮
ফলো করুন সমকাল-এর খবর

SAMAKAL | GET THE LATEST ONLINE BANGLA NEWS
© ২০০৫ – ২০২৪ সমকাল কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
উন্নয়নে ইমিথমেকারস.কম

You might also like

Leave A Reply

Your email address will not be published.