নিজ দপ্তরকে এক নম্বর বানাতে চান পরিবেশমন্ত্রী

নিজের দপ্তরকে এক নম্বর বানাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করব। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।

শনিবার সকালে ফেনীর জেলা প্রশাসক ও বন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমার সারা দেশের নদী ও খাল দখলমুক্ত করতে ডিজিটাল সার্ভে শুরু করেছি। যে কোনো মূল্যে বায়ুদূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখন থেকে ফসলি জমির মাটি কাটা ও সনাতন পদ্ধতির ইটভাটাগুলো আর চলতে দেওয়া যাবে না।

তিনি বলেন, অতীতেও ফেনী ছিল ফেনসিডিলের ট্রানজিট পয়েন্ট। এখন হয়েছে ইয়াবা ট্রানজিট, আমরা ফেনীকে মাদকমুক্ত করতে ফেনীর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে দিয়ে তার সহযোগিতা চাইব।

এ সময় তার সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনীর পরিবেশ কর্মকর্তা শওকত আরা কলী প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.