দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগানে মালদ্বীপের দূত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামে দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগান পরিদর্শন করেছেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজিম্যাথ সামীর।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি টিউলিপ বাগানে আসেন।

মৌমিতা ফ্লাওয়ার্সের স্বত্বাধিকারী ও টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন জানান, তিনি মালদ্বীপের হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে হাই কমিশনার তাদের সাথে টিউলিপ বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি বাগানে ছবি তোলেন।

সিরুজিম্যাথ সামীর এ সময় জানান, বাংলাদেশে টিউলিপ ফুটছে দেখে তিনি খুশি হয়েছেন। টিউলিপ বাগান খুব ভালো লেগেছে। এবং এই ফুল বাংলাদেশের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় হাই কমিশনার উদ্যোক্তা দেলোয়ার-সেলিনা দম্পতির কাছে টিউলিপ ফুলের বাল্ব রোপণের সময়সীমা, ফুল ফোটার সময়, ব্যাপ্তি, আবাদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা কত ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। আগামী বছর ফুল ফোটার শুরুর দিকে তিনি বাগান দেখতে আসবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতের সাথে হাই কমিশনের থার্ড সেক্রেটারি ফাথিম্যাথ মোহামেদ, সহ কমিশনের প্রশাসনিক প্রটোকল অফিসার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.