দুর্ভিক্ষের সম্মুখীন হবে শ্রীলঙ্কা!

শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মাহিন্দা আমরাবিরা সামনের দিনগুলোতে তার দেশকে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন। ওই দুর্ভিক্ষ মোকাবিলা করার জন্য তিনি দেশের সমস্ত চাষযোগ্য জমিতে চাষাবাদ করা অপরিহার্য বলেও দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন। 

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এর এক প্রতিবেদনে বলা হয়- মন্ত্রী (রবিবার) গণমাধ্যমকে বলেন, “কৃষিক্ষেত্রে ছাড় দিয়ে কোন লাভ হবে না, কারণ এ ধরনের চর্চা ক্ষুধা নিবারণে কাজে আসবে না।”

তিনি বলেন, “তহবিল থেকে কী লাভ, যদি খাবার পাওয়া না যায়? তাই প্রত্যেক চাষযোগ্য জমিতে ফসল ফলাতে হবে। সকল মন্ত্রীদের নিজ নিজ বাড়ির বাগানে খাদ্য শস্যের চাষ শুরু করে দেয়া উচিত।”

ভবিষ্যতে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাধ্য, এমন ভবিষ্যৎবাণী করে তিনি বলেন, “সেটা কাটিয়ে উঠতে সরকারি কর্মচারীদেরও উচিত কৃষি কর্মকর্তাদের সাথে একযোগে কাজ করা।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.