‘তুরস্কের অবদানের কথা ভুলে গেছে ন্যাটো’

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যখন ন্যাটোর অন্য সদস্য দেশগুলোর নিরাপত্তার ওপর কোনো হুমকি থাকে তখন তারা তুরস্ককে মনে করে। কিন্তু সমস্যা না থাকলে তুরস্কের অবদানের কথা ভুলে যায়।

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে দেওয়ার পর এমন মন্তব্য করলেন প্রেসিডেন্ট এরদোগান।

ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনোমিস্টের সঙ্গে সোমবার দেওয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এরদোগান বলেন, ন্যাটোর নিরাপত্তা মিশনে তুরস্কের অবদানকে সবসময় প্রশংসা করেছেন আমাদের মিত্ররা। কিন্তু যখন তাদের জাতীয় নিরাপত্তার কোনো হুমকি ছিল না তখন তারা আমাদের সেসব অবদানের কথা খুব দ্রুত ভুলে গেছেন।

তিনি আরও বলেন, আমাদের বন্ধুরা শুধু খারাপ সময়ে তুরস্কের গুরুত্বের কথা মনে করেন, যেমন বালকানে, ভুলবশত তারা ভেবেছিল তুরস্ককে ছাড়া লম্বা সময়ের স্থিতিশীলতা অর্জন করতে পারবেন।

এরদোগান আরও বলেছেন, কিছু দেশের ওপর সরাসরি আঘাত আসা সত্ত্বেও ন্যাটো কোনো ব্যবস্থা নেয়নি। এর মাধ্যমে ন্যাটো দেশগুলোর জনগণের মধ্যে আস্থার অভাব দেখা দিয়েছে।

সূত্র: ডেইলি সাবাহ

You might also like

Leave A Reply

Your email address will not be published.