‘জোনভিত্তিক লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ‘জোনভিত্তিক লকডাউনের’ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, জোনভিত্তিক লকডাউনের ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হয়েছে। তিনি তা বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানালেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত জানাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ৮ মার্চ। এরপর পরিস্থিতি বিবেচনায় গত ২৩ মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর তা ছয় দফায় বাড়িয়ে প্রায় দুই মাসেরও বেশি সময় পরে ৩১ মে থেকে চালু হয় অফিস-আদালত, একই দিন গণপরিবহন চালুর অনুমতি দেয়া হয়। তবে সংক্রমণ রোধে এখনো সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

অঘোষিত ‘লকডাউন’ শিথিল হওয়ার পর থেকেই বাড়ছে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। মারাও যাচ্ছেন আগের ‍তুলনায় অনেক বেশি লোক। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে দেয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৫ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরো দুই হাজার ৬৩৫ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৩ হাজার ২৬ জনে।

এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে দেশকে রেড, ইয়েলো ও গ্রিন তিনটি জোনে ভাগ করে পরিস্থিতি মোকাবেলা করার কথা ভাবছে সরকার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.