জেলেনস্কির অদূরে একাধিক বিস্ফোরণ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রোবোতিয়েন গ্রামে সম্মুখ যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এই সফরকালে তার কাছাকাছি জায়গায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি রোবোতিয়েন; সেখানে (রুশ বাহিনীর সঙ্গে) এখন লড়াই চলছে। সে হিসেবে তুলনামূলক কাছেই একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আমি পরিস্থিতিকে নাটকীয় করে উপস্থাপন করব না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘জাপোরিঝঝিয়া অঞ্চলের রোবোতিয়েন। এখানে ৬৫তম সাঁজোয়া ব্রিগেডের অবস্থান। দেশ রক্ষায় নিয়োজিতদের সঙ্গে আমি কথা বলেছি। তাদের ধন্যবাদ জানিয়েছি এবং রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছি।’

ফেসবুকে দেওয়া ভিডিওতে সামরিক পোশাকে প্রেসিডেন্টকে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। জায়গাটি দেখতে ভূগর্ভস্থ কোনো কক্ষ মনে হয়েছে।

সেনাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আপনাদের পুরস্কৃত করতে আজ এখানে আসতে পেরে আমি অনেক সম্মানিত বোধ করছি। কারণ, শত্রুকে প্রতিহত করা এবং এই যুদ্ধে জয়লাভ করার মতো একটি কঠিন এবং চূড়ান্ত মিশনে আপনারা নিয়োজিত।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.