জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে ডা. মনজুর কাদির আহমেদের বরাত দিয়ে বলা হয়, তাকে শুক্রবার রাতে ডায়ালাইসিস দেয়া হয়েছে এবং প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। আজ শনিবার আবারো ডায়ালাইসিস দেয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে। আগে সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতির সাপেক্ষে উনার চিকিৎসক প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তাঁর বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন বলে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে

You might also like

Leave A Reply

Your email address will not be published.