জাপানে ৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল

জাপানি প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে বৈঠক করেছেন গুগলের শীর্ষ নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। বৈঠককালে তিনি এশিয়ার দেশটিতে কোম্পানিটির কার্যক্রম পরিচালনায় নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়- তারা দুজন শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে মিলিত হন। একই দিন প্রদত্ত এক ঘোষণায়, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম প্রযুক্তি কোম্পানিটি ২০২৪ সালের মধ্যে জাপানে ১০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনার কথা প্রকাশ করে।

তাছাড়া, কোম্পানিটি আগামী বছর (২০২৩ সাল) চিবা জেলায় জাপান ভিত্তিক তাদের প্রথম উপাত্ত কেন্দ্র খুলবে বলেও জানিয়েছে। অন্যান্য পরিকল্পনার মধ্যে, সমুদ্রের তলদেশে তার স্থাপনের মাধ্যমে জাপান ও কানাডাকে যুক্ত করার পাশাপাশি মানব সম্পদে বিনিয়োগের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়- কিশিদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে পিচাই আশাবাদ ব্যক্ত করেন যে, গুগল জাপানের দীর্ঘমেয়াদি অংশীদার হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.