‘ছেলে পিপিই পাওয়ার আগেই করোনাযুদ্ধে নামায় বাবা হিসেবে আমি গর্বিত’

অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাক্তারটি আমার সন্তান। নিজের খরচে ঢাকার এক প্রাইভেট মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস পাস করে বর্তমানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী করছে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ এ। সরকার এর কাছ থেকে একটি টাকাও পায়না।

অথচ আজ নিজের বিবেক থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পরেছে। তখনও তারা PPE পায়নি।

তার বড় বোন ঢাকা থেকে একটা PPE, surgical mask, এবং গ্লাভস কিনে পাঠিয়েছে। এখন অবশ্য হাসপাতাল থেকে দুটো PPE দেয়া হয়েছে। তাকে দেখে সেই কবিতাটা মনে পড়ে গেল :

হঠাৎ বিষ ছড়িয়ে গেল বাতাসে,
মন্দিরে মসজিদে কেউ নাই আর।
শুধু একদল যুদ্ধ করে গেল
নাম? ডাক্তার।

তাদের জন্য দোয়া রইল। আপনারাও দোয়া করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.