চিন্তার বিশিষ্টতাই ভাষাকে বিশেষ করে তোলে…

ফরাসি কবি ভেরলেঁ ছিলেন আস্তিক। তিনি বিশ্বাস করতেন, কবিতার প্রথম লাইনটি সৃষ্টিকর্তা কবিদের উপহার দেন।

হে কবি, আপনি এরকম বিশ্বাস করুন বা না করুন, প্রথম লাইনটি মনে এলেই লিখতে বসে যাবেন না। বেশির ভাগ কবি এই প্রলোভনে পড়ে ‘দৈবাৎ পাওয়া’ চরণটির কাব্যিক প্রসারতা দেন। কিন্তু কবিতা এত সস্তা নয়।

কবিতা একরকম মনোজাগতিক আবিষ্কার বা অনুসন্ধানের অনুশীলন থেকে সৃষ্টি হয়। ওই অনুশীলনের এক পর্যায়ে সম্ভাব্য কবিতার একটি চরণ এসে পড়ে। সেটি প্রথম চরণ নাও হতে পারে।

সুতরাং অপেক্ষা করুন, হে কবি! ওই লাইন নিয়ে নাড়াচাড়া করুন। দেখুন মনে মনে, কী নতুন চিন্তায় একে জড়ানো যেতে পারে, কোন ভাবনা বা ভাবচূর্ণে এটি বিশিষ্ট রূপে প্রকাশযোগ্য হতে পারে।…

চিন্তার বিশিষ্টতাই ভাষাকে বিশেষ করে তোলে। সাহিত্যের সংগ্রাম শেষ পর্যন্ত ভাষার সংগ্রাম।

চঞ্চল আশরাফ, কবি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.