খুলনায় জামিন পেলেন না মামুনুল হক

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খুলনার আদালতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাডাঙ্গা থানায় দা‌য়ের করা বি‌স্ফোরক মামলায় রোববার সাক্ষ্যগ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহা আলম আদাল‌তে জা‌মি‌নের আবেদন ক‌রেন। আদালত মামলার গুরুত্ব বি‌বেচনা ক‌রে জামিন নামঞ্জুর ক‌রে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন। নির্ধা‌রিত দি‌নে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ জানান, বেলা ১১ টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। বিচার কাজ শুরু হ‌য়ে‌ছে। আজ স্বাক্ষ্য গ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। স্বাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর আদাল‌তে উপ‌স্থিত হওয়ার জন্য নি‌র্দেশ দেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.