করোনা আক্রান্তদের জন্য ৫ হাজার শয্যার হাসপাতাল

করোনা ভাইরাস মোকাবেলায় একের পর এক বিত্তবানরা এগিয়ে আসছেন মানবসেবায়। সে তালিকায় যুক্ত হয়েছে বসুন্ধরা গ্রুপও। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ৫ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি করবে প্রতিষ্ঠানটি।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ প্রস্তাব দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার ও একটি ট্রেড সেন্টারে হবে ৫ হাজার শয্যার এই হাসপাতাল।

এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ঢাকা সিটির চারটি ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে গরীবদের মাঝে নিয়মিত খাবার বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। পরিকল্পনা করছেন আরও বড় পরিসরে কিছু করার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.