ওপেন হেরিটেজ সপ্তাহ-২০১৯ শুরু

পুরান ঢাকায় প্রতিদিনের জীবনে জড়িয়ে রয়েছে যেসব ঐতিহ্যবাহী স্থাপনা, সবাইকে সেসব স্থাপনার প্রতি আগ্রহী করতে শুরু হয়েছে ‘ওপেন হেরিটেজ সপ্তাহ-২০১৯’। নানা কারণে উপেক্ষিত এসব স্থাপনাগুলো রয়েছে হারিয়ে যাওয়ার শঙ্কায়।

ইউরোপীয় ইউনিয়নের জাতীয় ইনস্টিটিউট ফর কালচার পুরান ঢাকার এসব ঐতিহ্য সংরক্ষণের কর্মসূচি শুরু করেছে। গতকাল শুক্রবার লালকুঠি তে শুরু হওয়া এ অভিনব আয়োজন ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমাপনী দিনে কাউয়ালী সঙ্গীতের পরিবেশনাও থাকবে।

এ নিয়ে আজ নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্টদূত রেনজি টিরিংকঃ

‘গতকাল পুরান ঢাকায় হেরিটেজ সপ্তাহ শুরু হয়েছে। প্রদর্শনী, পারফরম্যান্স, মিউজিক আরও কতোকি… দেখতে ভুলো না!

উল্লেখ্য বিউটি বোর্ডিং, বুলবুল ললিতকলা একাডেমিতে পারফরম্যান্স, লালকুঠি, উন্মুক্ত ফোরাম, কর্মশালা, বক্তৃতাসহ বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে ওপেন হেরিটেজ সপ্তাহ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.