এবার সুলতান সুলেমান মসজিদে রাশিয়ার বোমা হামলা

সম্প্রতি ইউক্রেনের মারিউপল শহরের একটি শিশু হাসপাতাল এবং মাতৃ সেবা কেন্দ্র রাশিয়া হামলা চালানোয় গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মসজিদে বোমা হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, মারিউপল শহরের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরে এমনিতেই উপর্যুপরি বোমা হামলা চলমান থাকায় মসজিদটিতে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছিল যাদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠ মিলে ৮০ জনের বেশি ছিল। তাদের মধ্যে তুরস্কের নাগরিকও রয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটে লিখেঃ

“মারিউপলে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রোক্সেলানা (হুররাম সুলতান) এর মসজিদে রুশ হানাদাররা গোলাবর্ষণ করেছে। তুরস্কের নাগরিক সহ ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু গোলাগুলির কারণে সেখানে লুকিয়ে রয়েছে।”

You might also like

Leave A Reply

Your email address will not be published.