এক যুগ পর ইরাক সফরে এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আসছে এপ্রিলে ইরাক সফর করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী আহমেত ইলদিজ এ কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

ইলদিজ বাগদাদে আনাদোলু এজেন্সিকে বলেন, পরিকল্পনা ও প্রস্তুতি অনুযায়ী এপ্রিল মাস শেষের আগেই সফরটি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তুরস্কের শীর্ষ নিরাপত্তা এবং কূটনীনৈতিক মিশন বৃহস্পতিবার একটি বৈঠক করেছে।

ইলদিজ বলেন, রিসেপ তাইয়েপ এরদোগান সর্বশেষ ২০১২ সালে বাগদাদ সফর করেছিলেন; যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাগদাদ সফরে প্রেসিডেন্ট এরদোগান ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করবেন।

তিনি বলেন, আমরা ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠক এবং আমাদের প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নেব।

You might also like

Leave A Reply

Your email address will not be published.