ঈশ্বরের দোহাই, গণহত্যা বন্ধ করুন: ভ্লাদিমির পুতিনকে পোপ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে ‘গণহত্যা’ থামাতে আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা জানান।

রবিবার (১২ মার্চ) ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের পবিত্র প্রার্থনা ‘অ্যাঞ্জেলাস প্রেয়ার’ অনুষ্ঠানের সময় হাজারো ব্যক্তির উদ্দেশ্যে বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিস এ সময়, ইউক্রেনে রাশিয়ার হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন’ বলে আখ্যায়িত করেন। সেই সঙ্গে ইউক্রেনে শান্তি ফিরে আনতে বিশ্ব শক্তিগুলোর কাছে আহ্বান জানান।

পোপ ফ্রান্সিস বলেন, ‘ঈশ্বরের দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান। ঈশ্বরের দোহাই দিয়ে আপনাদের বলছি, এই গণহত্যা থামান।’

পোপ আরও আরও বলেন, ‘ইউক্রেনে শিশুদের হাসপাতালে বোমা হামলা, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বর্বরোচিত এবং কোনো বৈধ কৌশলগত কারণ ছাড়াই করা হচ্ছে।’

‘শহরগুলো কবরস্থানে পরিণত হওয়ার আগে যেটি দরকার তা হলো অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন বন্ধ করা।’ স্কাই নিউজ, বিবিসি

You might also like

Leave A Reply

Your email address will not be published.