অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী প্রবাসী বাংলাদেশি ড. এনাম

অস্ট্রেলিয়ার আসন্ন ৪৭তম জাতীয় নির্বাচনে বর্তমানে ক্ষমতাসীন দল লিবারেল পার্টি থেকে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রবাসী বাংলাদেশি ড. এনামুল হক। আগামী মে মাসের ২১ তারিখ কিংবা এর পূর্বে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে এনামুল হক মেলবোর্নের ‘হক’ আসন থেকেই লড়বেন বলে জানা গেছে।

দু বছর আগে এনামুল হক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তখন গ্রেটার জিলং সিটি কাউন্সিলের কাউন্সিলর পদে লড়েছিলেন।

উল্লেখ্য, ড. এনামুল হক অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে জড়িত। এর পাশাপাশি তিনি বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল জার্নালের বোর্ড সদস্য।

ড. এনামুল হক সিডনি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল এন্ড বায়োমলিক্যুলার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি শেষ করে – উলংগন বিশ্ববিদ্যালয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় ও ডিকিন বিশ্ববিদ্যালয়ে গবেষক পদে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে মেলবোর্নের আর এম আইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.