‘সড়ক পরিবহণ আইন বিষয়ে সরকারের ইঁদুর-বেড়াল খেলা’

সড়ক পরিবহণ আইন বিষয়ে সরকারের ইঁদুর-বেড়াল খেলা নাটকের আরেক পর্ব মঞ্চস্থ হচ্ছে। কোনও একটি দুর্ঘটনা সকলের মনোযোগ আকর্ষন করবে, তার প্রতিবাদ হবে। মানুষকে ধোঁকা দেয়ার কৌশলে আইন হবে। সেই নিয়ে আলোচনা হবে। আইন পাশ হবে, কেউ কেউ তার জন্যে সরকারকে আন্তরিক সাধুবাদ দেবেন। তার পরে যে মন্ত্রীসভা এই নতুন আইন পাশ করেছে সেই মন্ত্রীসভার সদস্যর বাহিনী পরিবহণ ধর্মঘট করবে। যার আমলে আইন হয়েছে তিনিও ধর্মঘটে আছেন, যারা আমলে বাস্তবায়ন হয়েছে তিনিও ধর্মঘটে আছেন। ধর্মঘটে জনগণের ভোগান্তি হবে। সাধারন মানুষ নাকে খত দিয়ে বলবেন ‘যা ছিলো ভালো ছিলো’। সরকার ধর্মঘটকারী মালিক-শ্রমিকদের দাবি বিবেচনায় নেবে এবং যা যেখানে ছিলো সেখানেই থাকবে। এই নাটকের একই স্ক্রিপ্ট। একেই বলে ইঁদুর-বিড়াল খেলা। যারা এই নাটক করেন তাঁরা জানেন যে একই নাটক কিন্ত দর্শকের অভাব হবেনা, হাততালি দেয়ার লোকের অভাব নেই। মানুষের মৃত্যু, আইন, এগুলো কোনও ব্যাপার না; এই হচ্ছে জবাবদিহিহীন ব্যবস্থার বৃত্তচক্র, এই হচ্ছে অবশ্যম্ভাবী পরিণতি। আর কতভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় যে আপনার কাছে কারও কোনও দায় নেই।

-ড. আলী রীয়াজ, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিংগুইশড প্রফেসর

You might also like

Leave A Reply

Your email address will not be published.