সব আমেরিকানের প্রেসিডেন্ট: বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন। এক টুইটে ৭৭ বছর বয়সী এ রাজনীতিক বলেন, ‘আমার সামনে যে কাজ পড়ে আছে তা সহজ নয়। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব। যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি সবার জন্য আমি সমানভাবে কাজ করব।’

পৃথক এক বিবৃতিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘নির্বাচনী প্রচার শেষ। এখন রাগ-ক্ষোভ একপাশে ঠেলে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকান জনগণের আস্থা-বিশ্বাস আমাকে সম্মানিত করেছে। এখন আমেরিকার ঐক্যবদ্ধ হওয়ার সময়, ক্ষত সারিয়ে তোলার সময়।’
উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দেখিয়েছেন তাঁর রানিংমেট কমলা হ্যারিসও। ফল ঘোষণার পর বাইডেনকে ফোন করে কমলা বলেন, ‘আমরা পেরেছি। আমরা সফল হয়েছি। তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট হতে চলেছ।’ এমন একটি ভিডিও টুইটার ভাইরাল হয়েছে। আরেক টুইটে ৫৭ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সিনেটর বলেন, ‘আমাদের সামনে বহু কাজ পড়ে আছে। আসুন শুরু করি।’

বাইডেন অবশ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই কাজে নেমে পড়েছেন। আভাস পাওয়ার পর থেকেই তিনি এবং কমলা উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু করেন। স্বাস্থ্য ও অর্থনীতি নিয়ে তাঁদের প্রথম পদক্ষেপ কী হবে তা এরই মধ্যে ছক কষে ফেলা হয়েছে। প্রতিশ্রুতি দিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে আবার প্রবেশের। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতেও ফিরছেন তিনি। সূত্র : এএফপি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.