শিক্ষা সম্পর্কিত উক্তি

এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন।
– হুমায়ুন আজাদ

আজকালকার আধিকাংশ পি এইচ ডি অভিসন্দর্ভই মনে আশার আলো জ্বালায়; মনে হয় এখানেই নিহিত আমাদের শিক্ষাসমস্যা সমাধানের বীজ। প্রথম বর্ষ অনার্স শ্রেণীতেই এখন পি এইচ ডি কোর্স চালু করা সম্ভব, এতে ছাত্ররা আড়াই বছরে একটি ডক্টরেট ডিগ্রি পেতে পারে। এখানকার অধিকাংশ ডক্টরেটই স্নাতকপূর্ব ডক্টরেট; অদূর ভবিষ্যতে উচ্চ-মাধ্যমিক ডক্টরেটও পাওয়া যাবে।
– হুমায়ূন আজাদ

শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।
– এরিস্টটল

নতুন জানার যেমন যন্ত্রনা আছে, তেমনি আনন্দও আছে।
– ক্রিস্টোফার মর্লি

মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্র…
– আল হাদিস

একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
– শেখ সাদি

আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।
– শেলী

শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা।
– হেলেন কেলার

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা ক…
– আহমদ ছফা

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
– রবীন্দ্রনাথ ঠাকুর

শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ।
– স্বামী বিবেকানন।

তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো
– নেপোলিয়ন বোনাপার্ট

শিক্ষা অর্জনে সূদুর চীন দেশে যেতে হলে যাও
– আল হাদিস

You might also like

Leave A Reply

Your email address will not be published.