ডেল্টা প্ল্যানে ৬টি হটস্পট চিহ্নিত, অন্যতম ঢাকা

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ডেল্টা প্ল্যানে যে ৬টি হটস্পট চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা। রাজধানীকে বাঁচাতে হলে সমন্বিতভাবে পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম : আরবান এরিয়াস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার।

জিইডির সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিজিআইএসের সিনিয়র আরবান অ্যান্ড রিজিওনাল এক্সপার্ট ড. ফারহানা আহমেদ। বক্তব্য দেন জিইডির প্রধান (অতিরিক্ত সচিব) খান মো. নূরুল আমীন।

আতিকুল ইসলাম বলেন, রাজধানীর উন্নয়নে সবচেয়ে বড় বাধা দখল, দূষণ ও দুষ্টলোক। এ ছাড়া কোনো কিছু করতে গেলে সরকারি দপ্তরই সমস্যা হিসেবে দেখা যায়। সবার মধ্যে সমন্বয় দরকার। রাজধানীকে দখলদার মুক্ত করতে সিএস খতিয়ান দেখেই করতে হবে।

ড. শামসুল আলম বলেন, নগরের উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে সিটি করপোরেশনগুলোকে দায়িত্ব দেওয়া দরকার। সব কাজ কেন সরকারি দপ্তরের হাতে থাকবে। মেয়রদের দায়িত্ব দিলে ভালো হয়।

সত্যজিত কর্মকার বলেন, হটস্পটগুলোর মধ্যে শহর এরিয়ায় কার্যক্রম বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরগুলোতে বিপুল জনসংখ্যার ঘনত্ব এবং সমস্যাও আছে অনেক। ফলে বিশুদ্ধ পানি সরবরাহ এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে চার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও কোনো ফল আসেনি। এর কারণ খুঁজতে গিয়ে জানা যায়, সেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশনের মধ্যে সমন্বয়ের অভাবে প্রকল্পটির কার্যকর বাস্তবায়ন হয়নি। কাজেই সমন্বয় ছাড়া কোনো প্রকল্পেই কাজ হবে না।

মূল প্রবন্ধে বলা হয়েছে, শহরাঞ্চলের জলবায়ূ পরিবর্তনের প্রভাব বিষয়ে নানা চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম কয়েকটি হলো ২০৫০ সাল নাগাদ দেশের সার্বিক তাপমাত্রা ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও শহরে বাড়বে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবছর সারা দেশে বৃষ্টিপাত বাড়বে ৬০ মিলিমিটার। কিন্তু শহরে বাড়বে ১১০ মিলিমিটার। বাড়বে বন্যা এবং জলাবদ্ধতাও। এরকম নানা সমস্যা সমাধানে শহর কেন্দ্রীয় আলাদা প্রকল্প নিতে হবে।

জিইডি থেকে জানানো হয়, ডেল্টা প্ল্যানে চিহ্নিত ছয়টি হটস্পটের মধ্যে এর আগে পাঁচটিকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এবার হচ্ছে ঢাকায়। এভাবে পরামর্শ নিয়ে পরিকল্পনায় থাকা উদ্যোগগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.