জাম্বিয়া থেকে ফিরলেন সেনাপ্রধান

অফ্রিকার দেশ জাম্বিয়ায় প্রায় এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার বিকালে তিনি দেশে পৌঁছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফরকালে জেনারেল আজিজ জাম্বিয়া আর্মি কমান্ডার ছাড়াও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, বিমানবাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার, জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ডেন্টদের সঙ্গে বৈঠক এবং দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

জাম্বিয়ার সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের জাম্বিয়ায় অন অ্যারাইভাল ভিসা দেওয়ার অনুরোধ করেন জেনারেল আজিজ।

জেনারেল সিকাজওয়ে ‘অতি শিগগিরই’ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন বলে আইএসপিআর জানায়।

জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে গত ৩০ এপ্রিল সেনাপ্রধান জেনারেল আজিজ জাম্বিয়ায় গিয়েছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.