কাপল বা দম্পতি শব্দটি যেভাবে এলো

ফরাসী ভাষায় রুটি হচ্ছে পাঁ। অভাব অনটনের দিনে দুই নারী পুরুষ একটুকরো পাঁ ভাগাভাগী করে খেলেন। জন্ম হলো কো-পাঁ শব্দের। সেখান থেকে এলো ‘কাপল’ (দম্পতি)।

-লিখেছেন ফারোহা সোহরাওয়ার্দী,
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম এডভাইজার।

উল্লেখ্য, co (কো) শব্দের মানে একসাথে বা যৌথভাবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.