অস্ট্রেলিয়া থেকে ফিরছেন ১৫৭ বাংলাদেশী

কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকেপড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন। একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তারা।

মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলংকান এয়ারলাইনসের ওই ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি করবে। আশা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

তাদের দেশে ফেরাতে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সহযোগিতা করছে। দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়। এ অবস্থায় অস্ট্রেলিয়াতে আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চায় কিনা সেটি প্রাথমিকভাবে জানার জন্য একটি নোটিশ দেয় দূতাবাস। ওই নোটিশের পর ৩৪০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে। পরিপ্রেক্ষিতে সিডনি থেকে ঢাকা আসার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেয় দূতাবাস।

ফ্লাইটটি মেলবোর্ন থেকে রওনা হয়েছে। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারা সবাই করোনা উপসর্গ মুক্ত জানার পরেই ছাড়পত্র দেয়া হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.