আসিফের বিরুদ্ধে মুন্নির জিডি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আরেক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।

বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল থানায় কণ্ঠশিল্পী মুন্নি এ জিডি করেন। জিডিতে আসিফের বিরুদ্ধে মানহানি ও সাইবার বুলিংয়ের অভিযোগ আনা হয়েছে।

জিডি এন্ট্রি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ।

আসিফ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নাম না নিলেও ‘তাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ’ স্ট্যাটাস দিচ্ছেন বলে অভিযোগ মুন্নির। বিষয়টি তার জন্য মানহানি ও বিব্রতকর বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে ‘সাইবার বুলিংয়েরও’ শিকার হচ্ছেন বলে অভিযোগ এই গায়িকার।

এর আগে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে অভিযোগ করতে যান মুন্নি। সেখান থেকে তাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়। জিডির পর সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনেও একই অভিযোগ করেছেন বলে জানান মুন্নি।

আসিফের বিরুদ্ধে মামলা করতে চাইলেও ফেসবুক স্ট্যাটাসে তার নাম এড়িয়ে যাওয়ায় মামলা করতে পারেননি বলে জানান মুন্নি।

এ বিষয়ে আসিফের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সংযত থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত জনপ্রিয় এই সংগীত জুটি ১৫টিরও বেশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ৩টির মতো দ্বৈত অ্যালবামেও একসঙ্গে কাজ করেছেন তারা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.