×

সর্বশেষ :
শান্তিনগরে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, নারী আহত জানুয়ারিতে বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের ২৫ ডিসেম্বর মেয়েকে সঙ্গে নিয়ে দেশে আসছেন তারেক রহমান এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নেপথ্যে সাইবার বুলিং! বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকিট কেনা যাবে যত টাকায় খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ মোদির ভারতকে এমন শিক্ষা দিয়েছি, যা তারা কোনোদিন ভুলতে পারবে না: পাকিস্তান ২০২৫ সালে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন: রাশিয়া ইতালিতে দুর্গম পাহাড়ে মিলল হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৩-০৮-৩১, সময় - ০৮:৫৭:২৪

নায়িকা হিসেবে ভক্তদের মন জয় করেছেন আগেই। এবার খল চরিত্রে অভিনয় করতে চান হলিউড অভিনেত্রী জেন্ডায়া! সম্প্রতি নিজের এমন ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী।

জনপ্রিয় ম্যাগাজিন এলে’র সেপ্টেম্বরের সংখ্যার জন্য একটি কভার সাক্ষাৎকারে অভিনেত্রী প্রকাশ করেছেন যে তিনি ভবিষ্যতে কোনো প্রকল্পে একজন খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান। জেন্ডায়া বলেন, “আমার মনে হয় আমি সাধারণত ভাল চরিত্রে অভিনয় করি।

তাই আমি এবার খারাপ চরিত্রে অভিনয় করতে চাই। একজন খলনায়িকা হিসেবে দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে চাই।”
অভিনেত্রী জানান, “আমি সুপারহিরো টাইপ ভিলেনের চরিত্রে অভিনয়ের কথা বলছি না। আমি কেবল সংবেদনশীল অর্থে বলতে চাই যে কোনো নেগেটিভ চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে আমার।

সাক্ষাৎকারে জেন্ডায়া জানান, অভিনয়ের পরে তিনি একজন পরিচালক হবার আশাও রাখেন। এমি বিজয়ী বলেন, “পরিচালনা এমন একটি জিনিস যা আমি একদিন করব বলে আশা করি। অভিনয় ক্যারিয়ার শেষে আমি পরিচালনায় নিজেকে দেখতে চাই।

আর যদি আমি কখনও চলচ্চিত্র নির্মাতা হয়ে যাই, আমার চলচ্চিত্রের নেতৃত্ব দেবে কালো নারীরা।”
পরিচালনা ছাড়াও শিক্ষকতা পেশার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে অভিনেত্রী আরো বলেন, “অভিনয়ে না এলে আমার মনে হয় আমি সম্ভবত আমার বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে একজন শিক্ষক হতাম। আমি বাচ্চাদের শেখাতে ভালবাসি এবং শিখতে ভালবাসি।”

সামনে মুক্তি পাবে জেন্ডায়ার চলচ্চিত্র ‘চ্যালেঞ্জার্স’। এতে একজন টেনিস প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মাইক ফাইস্ট, জোস ও’কনর, ফেইথ ফে সহ প্রমুখ। ২০২৪ সালের ২৬ এপ্রিল মুক্তি পাবে এটি।

সূত্র : পিপল ডটকম

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...