×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০২-২৬, সময় - ১০:০৪:০১

থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রাচিনবুরি প্রদেশের নাদি জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি বুয়েং কান থেকে রায়ংয়ের দিকে যাচ্ছিল। বাসটির চালকসহ ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, ঘটনাস্থলে ১৭ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আনার পর আরো এক জন মারা যান। আমরা চালককে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি বলেছেন যে বাসটি পাহাড় থেকে নেমে যাওয়ার সময় ব্রেক ফেল করে। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৯ জন আরোহী ছিলেন এবং বেঁচে যাওয়া লোকদের দুটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দুর্ঘটনার বিস্তৃত তদন্তের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যদি দেখা যায় গাড়িটি নির্ধারিত মান পূরণ করেনি, কিংবা এ বিষয়ে কোনো ধরনের অবহেলা ছিল তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

থাইল্যান্ডে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নিয়মিতই দেখা যায়। বাজে সড়ক ও গাড়ির নিরাপত্তা মান নিশ্চিতে দুর্বল ব্যবস্থাপনাই মূলত এর জন্য দায়ী।

২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার ১৭৫ সদস্য দেশের ওপর যে জরিপ চালায়, তাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি নবম স্থানে জায়গা করে নিয়েছিল।

গত বছরও দেশটিতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটি স্কুল বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ ২৩ জনের প্রাণ গিয়েছিল।


নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...