×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-০৮, সময় - ০৮:৫৮:০৫

প্রায় পাঁচ বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়ার দুই সপ্তাহ পর ফের বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। তবে ঠিক কী কারণে এভাবে হঠাৎ করে ভ্রমণপিপাসুদের ভ্রমণ অনুমতি বন্ধ করা হলো তা স্পষ্ট করেনি কিম জং উন প্রশাসন। এ অবস্থায় পিয়ংইয়ং-এর সংকটাপন্ন অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা বাড়ছে।

করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে অন্য দেশের নাগরিদের প্রবেশ বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর ২০২৩ সালের মাঝামাঝি সময়ে বিধি-নিষেধ কমাতে শুরু করে দেশটি। এরই অংশ হিসেবে ২০২৪ সালে রাশিয়ান পর্যটকদের জন্য নিজের দুয়ার উন্মুক্ত করে পিয়ংইয়ং।

পর্যটন খাত চাঙা করার মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে গেলো ২০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পশ্চিমা ভ্রমণ পিপাসুদেরও প্রবেশ অনুমতি দেয় উত্তর কোরিয়া। তাও কেবল প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় শহর রাসনে ঢোকার জন্য দেয়া হয় অনুমতি। এবার দুই সপ্তাহ পর এসে সেই পথটাও বন্ধ করে দিলো কিম জং উনের দেশ।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...