×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-১১, সময় - ০৭:৩৬:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তার উপদেষ্টা ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের প্রতি সমর্থন জানাতে একটি ‘নতুন টেসলা’ গাড়ি কিনবেন। মঙ্গলবার (১১ মার্চ ) ট্রাম্পের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

মঙ্গলবার ভোররাতে ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, ‘রিপাবলিকান, কনজারভেটিভ ও সব মহান আমেরিকানদের বলছি, ইলন মাস্ক আমাদের জাতিকে সহায়তা করতে “সর্বাত্মক চেষ্টা” চালাচ্ছেন এবং এই ভূমিকায় তিনি অসামান্য কাজ করে দেখাচ্ছেন!’।

ট্রাম্প উল্লেখ করেন, ‘কিন্তু কিছু কট্টর বামপন্থি উন্মাদ আছেন, যারা অবৈধভাবে এবং পরস্পরের সঙ্গে যোগসাজশে টেসলা বয়কটের চেষ্টা চালাচ্ছেন, যেটি বিশ্বের সবচেয়ে সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের অন্যতম এবং ইলনের “সন্তানতূল্য”। তারা প্রায়ই এ ধরনের কাজ করেন, যার উদ্দেশ্য ইলনের ক্ষতি করা এবং তিনি যেসব মূল্যবোধ সমর্থন করেন, সেগুলোকেও ক্ষতিগ্রস্ত করা।’

‘আগামীকাল সকালে আমি একটি নতুন টেসলা কিনব, যার মাধ্যমে আমি ইলন মাস্কের প্রতি আমার আত্মবিশ্বাস ও সমর্থন দেখাব। নি:সন্দেহে তিনি একজন মহান আমেরিকান’, যোগ করেন তিনি।

ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিনি তার অসামান্য দক্ষতার ব্যবহারে আমেরিকাকে আবারও মহান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করছেন। কেন তার এই কাজের জন্য তিনি শাস্তি ভোগ করবেন?’

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...