×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-১০-০২, সময় - ০৯:২২:১৭

ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১ অক্টোবর) একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড নারী দল। অধিনায়ক সোফি ডিভাইন একাই লড়লেন ব্যাট হাতে অসাধারণ এক সেঞ্চুরি করলেন, তবুও রক্ষা হলো না দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের বড় হারে শুরু হলো কিউইদের বিশ্বকাপ অভিযান।

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গড়ে তোলে ৩২৬ রানের বিশাল সংগ্রহ। ইনিংসের মূল কারিগর ছিলেন অ্যাশলি গার্ডনার। ৮৩ বলে ১১৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন তিনি। শুরুতে দ্রুত উইকেট হারালেও গার্ডনারের ব্যাটে মিডল ও শেষভাগে রান গড়তে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মোলিনিউক্স ও কিম গার্থকে সঙ্গে নিয়ে তিনটি বড় জুটি গড়েন তিনি।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...