×

  • নিউজ ডেস্ক

    প্রকাশিত : তারিখ - ২০২৫-০৩-২০, সময় - ১১:১৯:০৩

বর্বর ইসরায়েলি সেনারা পুনরায় গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেতজারিম করিডোরের একটি অংশ পুনর্দখল করেছে। এছাড়া, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ উপত্যকাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। খবর আল-জাজিরার।

দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা নেতজারিম করিডোরের কেন্দ্রস্থলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যা গাজার উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে একটি ‘নিরাপত্তা অঞ্চল ও আংশিক বাফার জোন’ তৈরি করবে।

গত মাসে ইসরায়েলি বাহিনী করিডোরটি থেকে সরে যাওয়ার পর কেন্দ্রীয় ও দক্ষিণ গাজার বাসিন্দারা ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ নিজ বাড়িঘরে ফেরার সুযোগ পেয়েছিলেন। তবে নতুন করে সেনা মোতায়েনের ফলে এই চলাচল আবারও কঠিন হয়ে পড়বে।

আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানান, নেটজারিম পুনর্দখল করার ফলে গাজার ভেতরে ফিলিস্তিনিদের অবাধ চলাচল ব্যাহত হবে।

হানি মাহমুদ আরও বলেন, ‘ইসরায়েলি সামরিক উপস্থিতি কার্যত একটি নতুন স্থল অভিযান। এটি পরিষ্কার করে দিয়েছে যে, ইসরায়েল এই অঞ্চলকে তাদের সামরিক কার্যক্রম চালানোর কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করতে চায়।’

এই স্থল অভিযানের আগে ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যেখানে মঙ্গলবার একদিনেই ৪০০ জনের বেশি ফিলিস্থিনি নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, হামাস নতুন যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করায় এই হামলা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..
ইউটিউবে আমরা...
ফেসবুকে আমরা...