ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (৩১ আগস্ট) চীনের প্রেসিডেন্ট
শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি চিনা প্রেসিডেন্টকে বলেছেন, দুই
দেশের সম্পর্ককে পারস্পরিক আস্থা, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে
নেওয়ার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন
(এসসিও) সম্মেলনের সাইডলাইনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় মোদি আরও
বলেন, চীন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার পর শান্তি ও স্থিতিশীলতার
পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, “গত বছর কাজানে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছিল, যা আমাদের
দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকনির্দেশ দিয়েছিল। সীমান্তে সেনা সরানো
পর শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গড়ে উঠেছে।”
মোদি কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু এবং দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা করেন।
তিনি আরও বলেন, “দুই দেশের মোট ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থ আমাদের
সহযোগিতার সঙ্গে জড়িত। এই সহযোগিতা মানবজাতির কল্যাণের পথও প্রশস্ত করবে।”
এটি মোদির সাত বছর পর চীনে প্রথম সফর, যা এমন এক সময়ে হচ্ছে যখন
ভারত-আমেরিকা সম্পর্ক ট্রাম্প প্রশাসনের ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের
কারণে কিছুটা টানাপোড়েনে রয়েছে।
চীন এ বছর ১০ সদস্যের এই ব্লকের চেয়ারপারসন, তাদের আয়োজিত এসসিও
প্লাস সম্মেলনে ২০ জন বিদেশি নেতা অংশ নিচ্ছেন। চীন ও ভারতের পাশাপাশি এই
ব্লকের বাকি সদস্যরা হলো রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান,
পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ।
সূত্র: এনডিটিভি
এ জাতীয় আরো খবর..